সপ্তাহজুড়ে শেয়ারবাজার

বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৬ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে সপ্তাহজুড়ে সূচকের বড় পতনের সাথে বাজার মূলধনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৩ থেকে ৭ মার্চ) ডিএসইএক্স সূচক ১৪১ পয়েন্ট ও বাজার মূলধন ১১ হাজার ৮৯৬ কোটি কমেছে। তবে বাজারে সপ্তাহটিতে লেনদেন বাড়লেও গড় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ বাড়লেও সূচক কমেছে।

শনিবার (৯ মার্চ) ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার চিত্রে এ তথ্য উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকা। যা আগের সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) চার কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৫২ শতাংশ। তবে সপ্তাহটিতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৮১০ কোটি ৬১ লাখ টাকা। গত যা আগের সপ্তাহে চার কার্যদিবসে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি টাকা। এতে করে এক কার্যদিবস লেনদেন কম হওয়ায় গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় প্রতিদিনের গড়ে লেনদেন কমেছে ৭ দশমিক ৫৮ শতাংশ। ওই সপ্তাহে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে শেয়ারবাজার বন্ধ ছিল।

প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহের রোববার লেনদেনের শুরুতে ছিল ৬২৫৪.৫৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৬১১২.৭৬ পয়েন্টে। এতে করে সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৪১.৭৮ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ। ডিএসই শরিয়াহ্ সূচক ১ দশমিক ৭৬ শতাংশ ২৩.৯৩ পয়েন্ট কমে ১৩৩৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৩ শতাংশ বা ৩২.৪৬ পয়েন্ট কমে ২০৯৪.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর বাজার মূলধন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১১ হাজার ৮৯৬ কোটি টাকা। বাজারটিতে মোট ১১৯ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮০৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে ১০৩ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ১১৮টি শেয়ার ও ফান্ডের লেনদেন হয়েছিল। সেই হিসেবে শেয়ার ও ফান্ডের লেনদেন বেড়েছে ১৫ দশমিক ০৯ শতাংশ।

আর গত সপ্তাহে ডিএসইতে ৪১১টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে মাত্র ৫৯টির, কমেছে ৩২০টির, অপরিবর্তিত ছিল ২২টির এবং লেনদেন হয়নি ১০টি কোম্পানির। সপ্তাহটিতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠেছে- ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, মুন্নু ফেব্রিকস, আফতাব অটো, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমোনিয়াম, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ফু-ওয়াং ফুডস, সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও বিএটিবিসি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। যা আগের সপ্তাহে হয়েছিল ৬৭ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দাঁড়িয়েছে ১৭৫৫০ পয়েন্টে। যা আগের সপ্তাহে ছিল ১৭৯২৮.৩৮ পয়েন্ট। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ২টির কোম্পানির শেয়ার দর।