লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ফের ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) এই হামলা চালানো হয় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর এপি’র।
অভিযোগ, যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনার মধ্যে পূর্ব সতর্কতা ছাড়াই এসব হামলা করা হচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মধ্য বৈরুতে চতুর্থ হামলায় এসব হতাহতের ঘটনা ঘটল।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি চুক্তির জন্য মার্কিন দূত আমোস হোচস্টেইন ওই অঞ্চল সফর করার পর এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ, যা লেবাননের জনসংখ্যার এক চতুর্থাংশ।
অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বোমা হামলা ও লড়াইয়ে নিহত হয়েছেন প্রায় ৯০ জন সৈন্য ও প্রায় ৫০ জন বেসামরিক লোক।