আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এই তালিকায় নারী প্রার্থী রয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ডা. তাজনূভা জাবীন, ডা. তাসনিম জারা এবং ডা. মাহমুদা আলম মিতু পরিচিত মুখ।
এক নজরে এনসিপির নারী প্রার্থীরা
১. মনিরা শারমিন (নওগাঁ-৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)
এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।
ঢাকা-১১ আসনে নাহিদ, রংপুর-৪ এ আখতার