ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে ‘জুলাই ঐক্য’ ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শীর্ষক মিছিলটি উত্তর বাড্ডায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে।

এর আগে, বিকেল সোয়া ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে মিছিলটি শুরু করেন। মিছিলটি বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ সড়কে বসে পড়েন, আবার কেউ কেউ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

DR/FJ
আরও পড়ুন