ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষে বনানীতে গিয়ে ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন তারেক রহমান। ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। এই প্রথম ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তিনি।

এছাড়া, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তারেক রহমান।

AHA
আরও পড়ুন