রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, আহত ১

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:০৩ এএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরও একজন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকধারী হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’

গুলিবিদ্ধ দুজনকে দ্রুত উদ্ধার করে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

FJ
আরও পড়ুন