রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্যানের রমনা কালী মন্দিরের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর।
তিনি বলেন, একটি কাপড়ের ব্যাগের ভেতরে থাকা ৫-৬ দিন বয়সের কন্যা সন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে জানান।
মনোজ প্রভাকর বলেন, ধারণা করা হচ্ছে কে বা কারা কাপড়ের ব্যাগে ভরে ওই নবজাতককে এখানে ফেলে রেখে যায়। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
