ঈদুল আজহার ছুটির পর মেট্রোরেলে চলাচল শুরু হলেও মানুষের উপস্থিতি একেবারেই কম। টিকিট বিক্রির দীর্ঘ লাইন নেই। মানুষজন কর্মস্থলে ধীর ধীরে ফিরছেন। একারণেই মেট্রোরেল যাত্রী কম বলে জানিয়েছেন মেট্রোরেল সংশ্লিষ্ট লোকজন।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেল স্টেশন থেকে দৈনিক খবর সংযোগের ফটো সাংবাদিক রফিকুর রহমান রেকু জানান, মেট্রোরেলে যাত্রী খুবই কম। অলস সময় পার করছেন টিকিট কাউন্টারের লোকজন। তবে দায়িত্বরত আনসার সদস্য, এমআরটি পাস চেকার ও পরিচ্ছন্নতাকর্মীর কাজে নিয়োজিতদের উপস্থিতি দেখা গেছে।
রাজধানীর মতিঝিল, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্টেশনগুলোতে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ট্রেন প্রায় ফাঁকা। যে কয়েকজন আছেন, তারাও শুধু ঘুরতেই এসেছেন।
এর আগে সোমবার ঈদের ছুটিতে মেট্রোরেল বন্ধ ছিলো। গতকাল মঙ্গলবার সকালে খুলে দেয়া হয়। বর্তমানে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে এবং উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়।
