ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:৪৬ এএম

রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আপেল মাহমুদ অভিযোগ করেন, আবু সাঈদ ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাইরে যান। চায়ের দোকানে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।

MB/FI
আরও পড়ুন