ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাজারীবাগে ছুরিকাঘাতে গৃহকর্মী নিহত

এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম

রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় ছুরিকাঘাতে জুলেখা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় জুলেখাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জুলেখার বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। ঢাকায় তিনি হাজারীবাগ ঝাউচড় এলাকায় থাকতেন। তার দুটি সন্তান রয়েছে।

স্বজনদের ধারণা, জুলেখার প্রাক্তণ স্বামী নজরুল ইসলাম এই হত্যাকাণ্ডে জড়িত। কারণ তালাক নোটিশ পাওয়ার পরে তিনি হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

জুলেখার ভগ্নিপতি শহীদুল জানান, গৃহকর্মী হিসেবে কাজ করতেন জুলেখা। ধানমন্ডির একটি বাসায় কাজ সেরে ফেরার সময় তিনি গুরুতর আহত হন। রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' যোগ করেন তিনি।

শহীদুল আরও জানান, তিন মাস আগে নজরুলকে তালাক দেন জুলেখা এবং গত ১৫ দিন আগে আবারও বিয়ে করেন। তার স্বামীর নাম কবির।

নিহতের বর্তমান স্বামী কবির বলেন, ‘আমি ২০ জানুয়ারি জুলেখাকে বিয়ে করি। সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালনের সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছে।’

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

AA