ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত, চালক গ্রেপ্তার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০১:৫৩ এএম

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু ঘটনায় ঘাতক চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন নারী পোশাক শ্রমিক মিনারা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মিনারা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় আশপাশের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে পুরো এলাকার যান চলাচল বন্ধ করে দেন। এতে গুলশান-বনানীর আশপাশের সড়কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন অফিসগামীরা। দিনভর আন্দোলেনের পর ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হকের সই করা চিঠিতে বলা হয়, ট্রাকটির মালিকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হতে হবে। তা না হলে ট্রাকটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে।

MMS
আরও পড়ুন