সড়কেই নামাজ আদায় করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবরোধের মধ্যে বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সাতরাস্তা মোড়ে যোহরের নামাজ আদায় করেন তারা। এসময় নামাজে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এদিকে সকাল ১০টা থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করায় তীব্র যানজটে পড়েছে নগরবাসী। যানজট তেজগাঁও সড়ক থেকে ছড়িয়ে পড়েছে ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, মহাখালী, বনানী, গুলশান, আগারগাঁও ও মিরপুর এলাকায়।

এর আগে স্লোগানে স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। দ্রুত দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা।

SN/AHA