ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফের সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পিএম

আবারও রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে উত্তেজনা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন। পূর্বশত্রুতার জেরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি। মারধরের শিকার ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।

এর আগে ১৫ এপ্রিল ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়ায় এই দুই কলেজের শিক্ষার্থীরা। তখন সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন