ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপিপন্থী প্রকৌশলীদের অনুষ্ঠানে আ.লীগের হামলা 

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:১০ পিএম

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) Extra-Ordinary General Meeting (EOGM) যোগদান দিতে আসান প্রকৌশলীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ মে) দুপুর বারোটায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের মূল ফটকে এই হামলার ঘটনা ঘটে। 

প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল গণমাধ্যমকে বলেন, দুপুর তিনটায় আমাদের Extra-Ordinary General Meeting (EOGM) অনুষ্ঠিত হবে।  দুপুর বারোটার দিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ইঞ্জিনিয়ারা এই মিটিং পণ্ড করার জন্য হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ ও গরম পানি নিক্ষেপ করে। (হামলাকারীরা ফুটপাতের চায়ের দোকানের গরম পানি সংগ্রহ করে) এতে আমাদের ৮ থেকে ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

প্রকৌশলী আব্দুল আল মামুন  বলেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন এই আইইবি হামলাকারীরা জিম্মি করে রেখেছে। এখন আমরা যখন নির্বাচনের মাধ্যমে নেতা করতে আসছি সেই মুহূর্তে হামলা চালিয়েছে। এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের ৮ থেকে ১০ প্রকৌশলী ওদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম খবর সংযোগকে বলেন,  দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের হামলার ঘটনা ঘটেছে। এতে আমাদের পুলিশের ৭ থেকে ৮ জন আহত হয়েছে। হামলাকারীরা গরম পানি নিক্ষেপ করছিলো। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

AA/AHA
আরও পড়ুন