রাজধানীর ডেমরার পশ্চিম হাজিনগর ও রসুলনগরে অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- লাবনী বেগম (৩২) ও রাজন শিকদার রাজু (৩৩)। তাদের কাছ মোট ৮ লাখ ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোট এবং নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৃহস্পতিবার (৯ মে) রাতে ডেমরা থানার পশ্চিম হাজিনগরের সারুলিয়া এলাকায় এক নারী জাল নোটসহ অবস্থান করছেন। এরপর শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালালে অপরাধীরা পালানোর চেষ্টা করলেও লাবনী নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
গ্রেপ্তার লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে রসুলনগরের একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে রাজন শিকদারকে গ্রেপ্তার করে। তার ফ্ল্যাট তল্লাশি করে আরও ৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করে। পাশাপাশি উদ্ধার করা হয় জাল নোট বিক্রির ৫৯ হাজার টাকা নগদ অর্থ।
