রাজধানীর মতিঝিলে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি ৩ তলা বিশিষ্ট ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
