ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

আপডেট : ২৬ মে ২০২৫, ০৪:২৯ পিএম

রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় রোশনি পাল (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) সকালে কমলাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রোশনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। বর্তমানে তারা মুগদার মান্ডা এলাকায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থী আহত হয়। পরে সঙ্গে থাকা দাদী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত রোশনির দাদি রেখা বিশ্বাস বলেন, রোশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো। সকালে স্কুল ছুটির পর সে আমার সঙ্গে বাসায় ফিরছিল। কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস রোশনিকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইনচার্জ মো. ফারুক বলেন, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

AA/AHA
আরও পড়ুন