ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাতিরঝিলকে জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে: রাজউক

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

পর্যটকদের জন্য হাতিরঝিল সম্পর্কে সঠিক ধারণা তুলে ধরতে হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনের নিচতলায় হাতিরঝিল কর্নার ও একটি তথ্যসমৃদ্ধ লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দ্বীপে পরিবেশবান্ধব গাছপালা রোপণের মাধ্যমে একে জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শনিবার (১৪ জুন) রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম হাতিরঝিল এলাকা পরিদর্শন শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। এ সময় হাতিরঝিল লেকের মাঝের দ্বীপের সঙ্গে সংযুক্ত কৃত্রিম রাস্তা অপসারণ করে দ্বীপটিকে প্রাকৃতিকভাবে গড়ে তোলা এবং লেকে পানিপ্রবাহের গতি স্বাভাবিক করার কথাও জানান তিনি।

রাজউকের এই কর্মকর্তার পরিদর্শনকালে হাতিরঝিল এলাকার রাস্তা, ফুটপাত, ওয়াকওয়ে, আলোকসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের যৌক্তিকতা নিরূপণে প্রকল্পসংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি জানান,  পানি পরিশোধনের কাজ জোরদার করার লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে এই এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যানের হাতিরঝিল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) মো. হারুন-অর-রশীদ, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব, রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-১), নির্বাহী প্রকৌশলীসহ (সদর দপ্তর) প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

Raj
আরও পড়ুন