ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০১:১১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৭টায়কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী এবং ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী এবং ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া, রাত ১০টায় ড্রোন শো প্রদর্শিত হবে বলেও সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়।

AHA
আরও পড়ুন