ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:১৩ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বাহিনীর সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।

রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এই দূষণবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

সূত্র: বাসস

AHA
আরও পড়ুন