ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওয়ারীতে বাসের চাপায় নারীর মৃত্যু, হেলপার আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পিএম

ঢাকার ওয়ারীতে গাউছিয়া এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাসের হেলপার জীবনকে (১৬) আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে কাপ্তান বাজার মুরগিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, গাড়ির ড্রাইভার আকাশ হেলপারকে গাড়ি দিয়ে গাড়িটি সাইড করতে বলে। এরপর একটু সামনে এগুতেই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় চাপা পড়ে ওই নারী। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় ওই বাসের হেলপার পুলিশ ক্যাম্পে আটক রয়েছে।

MH/MMS
আরও পড়ুন