ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না : মায়া

আপডেট : ০৭ মে ২০২৩, ০১:৩৮ পিএম

চাঁদপুর প্রতিনিধি : যে দল আগামী নির্বাচনে বাঁধা দিতে চাইবে সে দল অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করবে, আর সরকার তাতে সহযোগিতা করবে। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন তাদের জন্য বসে থাকবে না, যথাসময়ে হয়ে যাবে।

শনিবার (৬ মে) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বাজান আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কতটা উন্নয়ন করেছেন তা আপনারাই দেখছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনবে জনগণ।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশফাক হোসেন চৌধুরী মাহী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নবী হোসেন নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনসহ অনেকে। 

#বিডি/এসএ

আরও পড়ুন