ধানমন্ডিতে গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় মারিয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই গৃহকর্মীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গৃহকত্রী নাসরিন সুলতানা জানান, ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩৬ নম্বর বাসায় থাকেন। মারিয়া তার বাসায় তিনমাস যাবত কাজ করেন। দুপুরে মারিয়াকে বাসায় রেখে বাজারে যান। বেলা ৩টার দিকে বাসায় এসে দরজা নক করলে কোনো আওয়াজ না পাওয়ায় পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখি মারিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিক্যাল নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে এই কাজ করছ তা জানতে পারিনি।

এদিকে মারিয়ার নানী বলেন, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার খালশা গ্রামে। বাবার নাম মাসুদ ইসলাম। তারা রায়েরবাজার এলাকায় থাকে। দুপুরে গৃহকত্রীর মাধ্যমে জানতে পারেন মারিয়া গলায় ফাঁসি দিয়েছে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঢাকা মেডিক্যালে এসে মারিয়ার মরদেহ দেখতে পাই। তবে কিভাবে কি হয়েছে এখন পর্যন্ত জানতে পারিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ধানমন্ডি এলাকা থেকে ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গৃহকর্মীর গলায় দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

MH/MMS
আরও পড়ুন