ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিওএইচএসে শতভাগ পথকুকুরের বন্ধ্যাকরণ সম্পন্ন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

এক বছর আগে যেখান থেকে প্রতিবাদের সূচনা, সেখান থেকেই শুরু হয়েছিল এক মানবিক বিপ্লব। রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস এলাকাটি এখন দেশের প্রথম ও একমাত্র এলাকা যেখানে শতভাগ পথকুকুরের টিকাদান ও বন্ধ্যাকরণ সম্পন্ন হয়েছে।

ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যেখানে পথকুকুরকে প্রায়ই বিরক্তি ও হুমকি হিসেবে দেখা হয়, সেখানে বনানী ওল্ড ডিওএইচএস একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই অর্জনের পেছনে ছিল এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা। যারা একসময় আশঙ্কা করেছিল কুকুর নিধনের পরিকল্পনা হচ্ছে, তারা একত্রিত হয়ে গড়ে তুলেছিল সচেতনতা এবং করেছিল প্রতিরোধ। সেই প্রতিবাদই আজ মানবিক সহানুভূতির সফল উদাহরণে পরিণত হয়েছে। বয়সে তরুণ দুই বছর বয়সী হোক কিংবা সাত বছরের বৃদ্ধ বনানী ওল্ড ডিওএইচএস এলাকার প্রতিটি কুকুরই এখন টিকাপ্রাপ্ত এবং বন্ধ্যাকৃত। কুকুরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি এটি এলাকাবাসীর নিরাপত্তাও বাড়িয়েছে।

বনানীর এক বাসিন্দা সালাহউদ্দিন বেলেন, আমার সন্তান প্রতিদিন এই নিরাপদ ও স্নেহভাজন প্রাণীদের সঙ্গে খেলে। এটা ওর মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলছে ।

প্রতিবাদের পর এলাকা জুড়ে শুরু হয় সংগঠিতভাবে কুকুরদের খাওয়ানো, চিকিৎসা দেওয়া, এবং পরবর্তীতে বন্ধ্যাকরণ ও র‍্যাবিস টিকাদান। এখন তারা একে অপরের প্রতি আরও বিশ্বাসী, নিরাপদ এবং প্রশান্ত। এই পরিবর্তন চোখে পড়ে রাস্তায় হাঁটলেই।

ঢাকা পেট কেয়ারের সিনিয়র ভেট সহকারী মো. রহমত আলী বলেন, এই এলাকাবাসী কুকুরদের পরিবারের মতো দেখভাল করে। আহত হলে দ্রুত চিকিৎসা দেয়, টিকা দেওয়া ভুলে না।

বনানী ওল্ড ডিওএইচএস আজ প্রমাণ করেছে যে সহানুভূতির ভিত্তিতে গড়ে তোলা সম্পর্ক শুধু প্রাণীদের জন্য নয়, বরং মানুষকেও একটি নিরাপদ, মানবিক সমাজে বসবাস করতে সহায়তা করে। এই সাফল্যকে বিশেষজ্ঞরা বলছেন একটি রোডম্যাপ, যা দেশের অন্যান্য এলাকাও অনুসরণ করতে পারে।

DR/SN
আরও পড়ুন