রাজধানীজুড়ে টানা বৃষ্টিপাতের ফলে দূষণ কমে এসেছে ঢাকার বাতাসে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থানও নেমে এসেছে অনেকটা নিচে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, ১২৬টি শহরের মধ্যে ঢাকার একিউআই স্কোর ছিল ৬২, যা ‘সহনীয়’ (Moderate) হিসাবে বিবেচিত। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় এখন ঢাকার অবস্থান ৩৩ নম্বরে।
এদিনের তালিকায় দূষিত শহর ছিল মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ১৫৭। এই মানের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৪৪), এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৪০)।
একিউআই স্কোর ব্যাখ্যা
- ০-৫০: ভালো
- ৫১-১০০: মাঝারি
- ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১-২০০: অস্বাস্থ্যকর
- ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ
টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে থাকা ধুলিকণা ও ক্ষতিকর উপাদান ধুয়ে যাওয়ায় দূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে পরিবেশ বিশেষজ্ঞরা। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য সতর্কতা এখনো রয়ে গেছে। আইকিউএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের হাঁপানি, শ্বাসকষ্ট বা হৃদরোগ রয়েছে, তাদের মাস্ক ব্যবহার এবং জানালা-দরজা বন্ধ রাখার।
রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, অফিসগামীদের দুর্ভোগ
ঘুমের ওষুধ খাওয়ায়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ