রাজধানীর বায়ু দূষণের মাত্রা বেড়েছে। আইকিউএয়ারের সূচকে ৮১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৯ নম্বরে। বাতাসের মান সূচকে যা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। একদিন আগেও ঢাকার অবস্থান ছিলো ৩৩ নম্বরে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তানের লাহোর (AQI স্কোর ১৬৭) এবং দ্বিতীয় স্থানে ফিলিপাইনের ম্যানিলা (AQI স্কোর ১৫৩)।
আইকিউএয়ারের একিউআই স্কোর অনুযায়ী-
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি (সহনীয়)
- ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর (শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ)
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ (নগরের সকল বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি)
আফতাবনগর-বনশ্রী সংযোগ সেতু নির্মাণ কাজের উদ্বোধন আজ
রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ
