ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকান বন্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম

দৈনন্দিন প্রয়োজন মেটাতে নানা মার্কেট ও দোকানে ছুটতে হয় নাগরিকদের। তবে অনেক সময় না জেনেই কেউ কেউ বেরিয়ে পড়েন, অথচ গিয়ে দেখেন সেদিন সেই এলাকার দোকানপাট বা মার্কেট বন্ধ। এতে সময় ও শ্রম দুটোই নষ্ট হয়। এই সমস্যা এড়াতে সপ্তাহের কোন দিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকে, সে বিষয়ে আগে থেকেই জানা জরুরি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। এছাড়াও কিছু মার্কেট খোলা থাকলেও অর্ধদিবস বন্ধ থাকে। নিচে রয়েছে সোমবার বন্ধ থাকা এলাকার পূর্ণ তালিকা-

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট:
বসুন্ধরা সিটি,  ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

AHA
আরও পড়ুন