ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

সাভারের আশুলিয়ায় রস্তম আলী (৪০) এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার বাসিন্দা বলে জানা গেছে।

পথচারীরা যুবককে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছে এবং ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।  

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মূলত হত্যাকারীরা ওই যুবককে অন্য স্থানে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। নিহতের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

AHA
আরও পড়ুন