ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাল্যবিবাহ রোধে গণসচেতনতামুলক ‘ফ্ল্যাশমব প্রদশনী’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

বাল্যবিবাহ মুক্ত দেশ ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ফ্ল্যাশমব প্রদশনী-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশসের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বাল্যবিবাহ রোধ কমিটির উদ্যোগে ও ঢাকা ইস্ট এপি– ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

 

এই কার্যক্রমে বাল্যবিবাহ রোধ কমিটির সদস্য, স্কুল শিক্ষক, শিশু ও যুব ফোরাম, ইউএনডিসি, ধর্মীয়নেতা, কাজী, পুলিশ সদস্য ও এলাকার জনগনসহ মোট ৫০০ জন অংশগ্রহণ করেন। 

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন এবং অন্যান্যরা। 

সাবেক চেয়ারম্যান আলী হোসেন বলেন ‘একটি প্রাণও বাল্যবিবাহের স্বীকার হবে না, আমরা সবাই মিলে বাল্যবিবাহ রোধে কাজ করবো।’

বাড্ডার সাহাবউদ্দিন মোড় থেকে আদর্শনগর এর পরে সাহাবউদ্দিন মোড় থেকে পাচতলা বাজার পযর্ন্ত  (পথনাট্য, জারীগান ও র‌্যালি) প্রদর্শন করা হয়। 

ওয়ার্ল্ড ভিশন-এর পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার সুমা পালমা এই কার্যক্রমে সক্রীয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এরকম কার্যক্রম আয়োজনের আহবান জানান।

সুমা পালমা আরও জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বাল্যবিবাহ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে ‘জিরো চাইল্ড ম্যারেজ’ কার্যক্রম শুরু করেছে। আজকের কার্যক্রমটি তারই একটি অংশ।

পরিশেষে ৩৭ নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার আবুল বাসার সকল অংশগ্রহনকারীদেরকে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-কে এই কার্যক্রম সফল করতে সহায়তা করার জন্য ধন্যবাদ দিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন। 

AHA
আরও পড়ুন