রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ অ্যাপার্টমেন্টে র্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এ সময় আজগর হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অ্যাপার্টমেন্টের ১৩ তলায় অভিযান চালানো হয়। অভিযানে একটি দোনলা বিদেশি বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজগরের দেয়া তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় একই অ্যাপার্টমেন্টের অপর একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৩.৫ কেজি গাঁজা, নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা (৫ রিয়াল ও ১০ ডলার) এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ওই বাসার ভাড়াটিয়া তৌহিদ সরকার রবি (৩৫) ও পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ বলেন, গ্রেপ্তার আজগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, এই চক্রের অন্যান্য সদস্য তৌহিদ সরকার রবি, পাপিয়া আক্তার দোলা ও বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় দারুসসালাম থানায় অস্ত্র ও মাদক আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৯৯৯ মামলা