ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় শেষ হলো তিনদিনব্যাপী বিতর্ক উৎসব      

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ‘১৩তম অরওয়া ডিআরএমসি ন্যাশনালস-২০২৫’ বিতর্ক উৎসব। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরস এর সভাপতি রেহানা পারভীন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে রেহানা পারভীন বলেন, বিতর্ক চর্চা শিক্ষার পরিপূরক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ,  শিক্ষা জীবনের শুরু থেকেই বিতর্ক চর্চা করা বাঞ্ছনীয়। বিতর্ক মানুষকে সুন্দরভাবে কথা বলতে, সত্যে অটল থাকতে ও যুক্তির সাহায্যে বক্তব্যকে উপস্থাপন করতে শেখায়। বিতর্ক চর্চার মধ্য দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জাবের হোসেন বলেন, বিতর্ক সত্য প্রতিষ্ঠার ভাষিক হাতিয়ার। যুক্তিতর্কের কষ্টিপাথরে সত্যকে যাচাই করে নেওয়াই বিতর্কের মহত্তম উদ্দেশ্য।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিতর্ক উৎসবের আহ্বায়ক আসাদুল হক ও ডিআরএমসি ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মাঈদুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকমণ্ডলী। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে দেশের ৬০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৫টি দল, ৩২টি আন্তঃস্কুল-কলেজ ও ৩৩টি আন্তঃবিশ্ববিদ্যালয় সেগমেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

MH/FJ
আরও পড়ুন