ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে নারী সংবাদকর্মীর লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী সংবাদকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের একটি বাসা থেকে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। স্বর্ণময়ী বিশ্বাস একটি অনলাইন সংবাদমাধ্যমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। 

 

রোববার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে পরিবার থেকে অপমৃত্যুর মামলাও করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

 

পুলিশ সূত্রে জানা যায়,  শনিবার দুপুরের পর থেকে একাই রুমের ভেতরে ছিলেন স্বর্ণময়ী বিশ্বাস। দীর্ঘ সময় সাড়া না পেয়ে ডাকাডাকি শুরু করে তার পরিবারের সদস্যরা। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে স্বর্ণময়ী বিশ্বাসকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তারা। তাকে উদ্ধার করে দ্রুত পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

HN
আরও পড়ুন