ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কার্গো ভিলেজে আগুন

শুক্রবার ও শনিবার কাস্টমস অফিস খোলা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম

দুর্যোগ-পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে আমদানি, রপ্তানি ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে আগামী ২৪ ও ২৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) কাস্টমস হাউস, ঢাকা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) কাস্টমস হাউস, ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্কায়ন টিমসমূহ, এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সুমন দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

এই বিশেষ পদক্ষেপের উদ্দেশ্য জনস্বার্থে জরুরি পণ্য সরবরাহ ও বাণিজ্য সচল রাখা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্যোগ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনজনিত বিপুল ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে।

এদিকে, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর প্রেক্ষিতে কাস্টমসের এই সিদ্ধান্তকে বাণিজ্যিক পুনরুদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

DR/FJ
আরও পড়ুন