সম্প্রতি রাজধানী ঢাকা যখন ভারী বর্ষণে বিপর্যস্ত, ঠিক তখনই এক তরুণ তার স্বেচ্ছাশ্রম আর মানবিকতা দিয়ে সবার মন জয় করে নিলেন।
ফ্লাইওভারের উপরে বৃষ্টির পানি জমে যখন যান চলাচল প্রায় থমকে যাওয়ার উপক্রম, সেই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টিতে ভিজে ড্রেনের মুখ থেকে আবর্জনা পরিষ্কার করে দেন ইয়াসিন নামের এই তরুণ।
বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে, তখন ঢাকা শহরের একটি ফ্লাইওভারে জমে থাকা পানিতে তৈরি হয় তীব্র জলজট। জমে থাকা পানির স্রোতে গাড়িগুলোর চাকা পিষ্ট হয়ে চারদিকে পানি ছড়াচ্ছিল। নাগরিক দুর্ভোগের সেই কঠিন সময়ে, ইয়াসিন একাই নেমে পড়েন পানি নিষ্কাশনের কাজে।
ভিজে গিয়েও তিনি ড্রেনেজ ব্যবস্থার মুখ থেকে জমে থাকা পলিথিন, আবর্জনা এবং অন্যান্য ময়লা সরাতে শুরু করেন। তার এই চেষ্টায় ধীরে ধীরে রাস্তায় জমে থাকা পানি সরে যেতে শুরু করে এবং মানুষের ভোগান্তি কমে আসে।
ইয়াসিন যখন কাজটি শেষ করে ফিরে আসেন, তখন উপস্থিত সকলে তার সাহসিকতা ও জনহিতকর কাজের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন।
প্রত্যক্ষদর্শী শফিক সীমান্ত যিনি ঘটনাটির লাইভ ভিডিও করছিলেন, তিনি মানবিক সাহসী ছেলেটির নাম জিজ্ঞেস করলে তরুণ তুর্কি জানান—তার নাম ইয়াসিন।
জানতে চাওয়া হলে, তিনি জানান যে তিনি সবসময়ই এমন ভালো কাজ করে থাকেন। তার এই সরল উত্তর আরও বেশি মানুষকে মুগ্ধ করে।
এই মানবিক ঘটনার ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই নেটিজেনরা ইয়াসিনকে নিয়ে প্রশংসায় মেতে ওঠেন। অনেকেই তাকে 'অসল হিরো' এবং 'মানবিক মানুষ' হিসেবে আখ্যায়িত করেন। নেটিজেনদের মন্তব্য—এই ধরনের কাজ শুধু পারিবারিক মূল্যবোধের মাধ্যমেই সম্ভব।
ইয়াসিনের এই কাজ শুধু পানি জমে থাকা সমস্যার নিরসন করেনি, বরং প্রমাণ করেছে যে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, দরকার শুধু দৃঢ় সদিচ্ছা। বৃষ্টিভেজা দিনে এক তরুণের এই নিঃস্বার্থ কাজ নাগরিক সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইলো।
ঢাকায় হালকা বৃষ্টির আভাস