ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে আন্দোলনরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে পিএসসি ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে পিএসসি ভবনের সামনে আন্দোলন করে আসছিলেন। এসময় পুলিশ এসে তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে। 

পরীক্ষার্থীরা সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়, এতে কয়েকজন পরীক্ষার্থী আহত হন বলে তারা অভিযোগ করেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘পিএসসি ভবনের সামনে বিপুল সংখ্যক পরীক্ষার্থী মূল গেট আটকে রেখেছিল। পিএসসি প্রাঙ্গণে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমরা তাদের সরিয়ে দিয়েছি।'

DR/FJ
আরও পড়ুন