রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ‘ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বর দেশীয় ও বৈশ্বিক সংস্কৃতির সংমিশ্রণে উৎসবটি পরিণত হয়েছিল প্রাণের মেলায়।
তিন দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংগীত, বই প্রদর্শন, আড্ডা, যোগব্যায়াম ও সৃজনশীল কর্মকাণ্ডে মেলা ছিল জমজমাট।
উৎসবে শিশুদের প্রকাশনা সংস্থা ওয়ার্ল্ড চিলড্রেন'স বুকস লিমিটেড তাদের প্রকাশনা সম্ভার নিয়ে উপস্থিত ছিল।
‘ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫'-এ ওয়ার্ল্ড চিলড্রেন'স বুকস লিমিটেডের স্টলে শিশু-কিশোরদের পাশাপাশি ছিল দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড়।
চার বছর পর আবার শুরু হচ্ছে ‘ফোক ফেস্ট‘!