রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মধ্যরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলিস্তান মোড়ে ছয়তলা রমনা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি।
রাজধানীর আগারগাঁওয়ে গাড়িতে আগুন