রাজধানীর মগবাজারের দিলুরোডে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান।
তিনি জানান, রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলুরোড এলাকায় একটি আটতলা আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। পরে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
