ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেলা’র আলোচনা সভা

আত্রাই নদী দখল-দূষণমুক্ত করার দাবি

আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:২১ পিএম

কাশিনাথপুর প্রতিনিধি : পাবনার কাশিনাথপুরে আত্রাই নদী দখল-দূষণের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে ও আমিনপুর থানা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ২৫ জুন (রোববার) সকাল ১১টায় এ আলোচনা সভা কাশিনাথপুরে অবস্থিত প্রয়াস পাঠাগার রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা আত্রাই নদীর পুরোনো ঐতিহ্য তুলে ধরেন। সেই সাথে দখল-দূষণমুক্ত করে আত্রাই নদীকে আগের মতো জনকল্যাণমুখী ও প্রবাহমান নদীতে রূপান্তরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আমিনপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন অর্থ’র সভাপতিত্বে ও বেলার মাঠকর্মী সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবতার দেয়াল মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা আজিজুল কায়সার, আমরা বাঙালি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিনপুর থানা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাঁথিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সোয়েব খান, জাতসাখিনী ইউনিয়ন যুবলীগ নেতা শরিফ মণ্ডল, কাশিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম আশিক, বেড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সরকার আরিফ ইফতেখার, আমিনপুর থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীর শাহাদাত হোসেন, আমিনপুর থানা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল জব্বার, সাংবাদিক ও পরিবেশ কর্মী মিজানুর রহমান কাজল।

KK
আরও পড়ুন