পটুয়াখালী প্রতিনিধি: ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি করে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে জেলা প্রেসক্লাব।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উপাধক্ষ্য জসীম উদ্দিন।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সাধারণ সম্পাদক ও উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক শ.ম দেলোয়ার হোসেন দিলীপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোতালেব মোল্লা, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরী প্রমুখ।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যুব সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পাওয়ার পটুয়াখালীসহ স্থানীয় সাংবাদিক ও সেচ্ছাসেবীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন নতুন ঝুঁকিতে পরছে উপকূলীয় জীবনযাত্রা। অথচ, তাদের নিয়ে দেশী বিদেশি শক্তির কোন মাথা ব্যাথা নেই। উপকূলের মানুষের জন্য চিন্তা, ভাবনা গবেষণা করার কেউ নেই। তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় থাকলেও, উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। এ সময় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি করেন তারা।
