ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাজিরায় উইন্টার ক্যাম্প উদযাপন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পিএম

জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে উইন্টার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেডিটেশন, ইয়োগা ও তায়কোয়ান্দোর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শনিবার (২ ডিসেম্বর) শেখ রাসেল সেনানিবাসে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সভাপতি ও ৯৯ কম্পোজিট ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ।

এদিন ইয়োগা করার মধ্য দিয়ে দিনের শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে চিত্র প্রদর্শনী, বইয়ের স্টল, কারুশিল্পের স্টলসহ নানা কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে সেজে উঠে। শিক্ষার্থীদের আঁকা নানা ছবি প্রদর্শনী, হাতে বানানো নানা তৈজসপত্র দিয়ে কারুশিল্পের স্টল সাজানো হয়।

উইন্টার ক্যাম্পের নানা আয়োজনে সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণ, সহযোগিতামূলক মনোভাব, বাস্তবিক জ্ঞানার্জন ও সাহিত্য চর্চাসহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রম চর্চার সুযোগ পেয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে.কর্নেল মো. তারিক ইসলাম। এছাড়াও শেখ রাসেল সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটের অধিনায়কবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকগণ প্রমুখ।

SN
আরও পড়ুন