ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় সাবেক কাউন্সিলরপুত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ এএম

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরিফ হাসান (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া উটের মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার উপশহর ফাঁড়ি ইনচার্জ জালাল উদ্দিন। তিনি জানান, বেশ কিছুদিন হলো বাসা ভাড়া নিয়েছেন আরিফ। তার বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাত ও অপর একজনকে মারপিটের অভিযোগ রয়েছে। আর ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বেশকিছু দিন কারাগারেও ছিলেন। পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা বলে ধারনা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।

এফআই
আরও পড়ুন