ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কর্ণফুলীতে সার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ এএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘মাকসুদা-২’ নামে সার বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিকরা নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়র নিঁখোজ বলে জানিয়েছে নৌ পুলিশ।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্য বোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলা ফুটো হয়ে ডুবে যায় জাহাজটি। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিল চালিত একটা বোটে উঠে যায় এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলীতে প্রবেশের সময় মাঝ নদীতে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে একজন নিখোঁজ বলে জানতে পেরেছি।

চট্টগ্রামের কোস্টগার্ড কর্মকর্তা রতন খান জানান, লাইটারেজ জাহাজটি উদ্ধার কাজ চলছে। জাহাজে থাকা ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

SN
আরও পড়ুন