খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এতে এজলাস কক্ষের সোফাসহ জিনিসপত্র পুড়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।
পুলিশ ও স্থানীয় আইনজীবীরা জানান, পাইকগাছা আদালতের দুই পাশে দুই ধরনের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ভবনের পূর্ব পাশে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত এবং পশ্চিম পাশে রয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার ভোররাতের দিকে দুর্বৃত্তরা কক্ষের ভেতর পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে উপজেলা মডেল মসজিদের মুসল্লীরা নামাজ পড়ে ফেরার সময় আদালতের এজলাস কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। বিষয়টি আদালত কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়।
অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে পুলিশ মো. সাঈদুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে নাশকতাকারীরাই এ অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ধারণা করছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আমরা কড়া নজর রাখব।
