ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় জামানত হারালেন ২৩ প্রার্থী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসন প্রতিদ্বন্দ্বি ৩০ প্রার্থীর মধ্যে ২৩ জন জামানত হারালেন। এর মধ্য জাতীয় পার্টির তিন জনসহ দুই জন সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্র জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ২৩ প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী (হাতুড়ি) সাবেক সংসদ সদস্য মুস্তোফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ইয়ারুল ইসলাম (ডাব), বাংলাদশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শেখ মো. আলমগীর (ছড়ি), তৃণমূল বিএনপির প্রার্থী সুমি ইসলাম (সোনালী আঁশ),  স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান (দোলনা),  স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম (ঈগল), স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইসলাম (ট্রাক) ও  স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের (কাঁচি) জামানত হারিয়েছেন। এছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান (কাঁচি) ও পক্ষে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তোফা লুৎফুল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সাতক্ষীরা-২ আসন ন্যাশনাল পিপিলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. আনোয়ার হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মো. কামরুজ্জামান বুলু (নোঙ্গর), তৃণমূল বিএনপি প্রার্থী মোস্তফা ফারহান মেহদী (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আফসার আলী (ট্রাক) জামানত হারিয়েছেন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসন জাতীয় পার্টি প্রার্থী মো. আলিফ হাসান (লাঙ্গল), ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. আব্দুল হামিদ (আম), জাকের পার্টির প্রার্থী মো. মঞ্জুর হাসন (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির প্রার্থী রুবেল হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) প্রার্থী শেখ তরিকুল ইসলাম (চাকা) জামাতন বাতিল হয়েছে।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) নির্বাচনী এলাকায় তৃণমূল বিএনপির প্রার্থী আসলাম আল মেহেদী (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী মো. মাহবুবর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. শফিকুল ইসলাম (ডাব), ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) প্রার্থী শেখ ইকরামুল (আম) ও স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) জামানত হারিয়েছে।

RA
আরও পড়ুন