লক্ষ্মীপুর-২ (রায়পুর) ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা ও মাহমুদা বেগম তাদের স্বামীদের সঙ্গে (নৌকা ও ঈগল) প্রার্থী ছিলেন। তবে তাদের কোনো প্রচার-প্রচারণা ছিল না। এরপরও লুবনা জাহান ৩৪৫ ভোট ও মাহমুদা ৩৫৫ ভোট পেয়েছেন। তবে প্রাপ্ত এই ভোটে তারা দু’জনই জামানত হারিয়েছেন।
লক্ষ্মীপুর-২ আসনে লুবনার স্বামী নুরউদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে ও লক্ষ্মীপুর-৪ আসনে মাহমুদার স্বামী মো. আবদুল্লাহ ঈগল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে স্বামীর বিজয়ে নেতাকর্মীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পাচ্ছেন লুবনা। বাসায় আগত নেতাকর্মীদের খাওয়াচ্ছেন মিষ্টিও।
নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কোনো প্রার্থী যদি না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ কম পেলে জামানত বাজেয়াপ্ত হবে। যারা কম ভোট পেয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, জামানত বাজেয়াপ্ত নিয়ে এখনো কাজ শুরু করা হয়নি। তবে যারা পর্যাপ্ত ভোট পাননি, নির্বাচনী বিধি অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
