ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। নিহত কয়েদি সামসু মিয়ার কয়েদি নম্বর- ৬৪৫১/এ। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিল সামসু মিয়া। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

SN
আরও পড়ুন