ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে আদালত থেকে পালিয়েও শেষরক্ষা হয়নি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম

চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে সাইফুল করিম খান নামে এক দণ্ডিত আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাকে একটি চেকের মামলায় ছয় মাসের সাজা দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার গাড়িতে তোলার সময় আসামি সাইফুল করিম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, আসামিকে একটি মামলায় ছয় মাসের সাজা দেওয়া হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে ওই আসামি পালিয়ে যান। তবে ৩ ঘণ্টার মধ্যে নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকা থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

 

IL/SA/MR
আরও পড়ুন