ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের একজন হেলপার নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ধোপারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শহিদুল (৪২) বাঘা উপজেলার আহমেদপুর এলাকার বাসিন্দা।

ট্রাকের আহত হেলপার আবু রাসেল (৩৫) জানান, তারা বালুভর্তি ট্রাক নিয়ে উপজেলার মীরগঞ্জ থেকে বাগতিপাড়ার মালঞ্চির উদ্দেশ্যে আসছিলেন। ধোপারবিল এলাকায় আসলে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ট্রাকটিতে মুখোমুখি ধাক্কা দেয়ার মত অবস্থা হয়। এদিকে ট্রাকের চালক লালন আলী (৪৫) মোটরসাইকেল চালকে বাঁচাতে ট্রাকসহ উল্টে পাশের রাস্তার নিচে গিয়ে পড়ে। এতে ট্রাকের একজন হেলপার ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেন।
 
এ বিষয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ২ জনেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

SN/SA
আরও পড়ুন