মিয়ানমার সীমান্ত পুলিশের ১৪ সদস্য আত্মরক্ষার্থে পালিয়ে এসে বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে তারা আশ্রয় নেয়।
এদিকে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়েছে। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। রোববার সকালে এ ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। এসব গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত কেঁপে উঠছে।
